সোমবার,

০৫ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

সোমবার,

০৫ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

Radio Today News

এমবিবিএস ডক্টর ছাড়া রোগীকে এন্টিবায়োটিক নয়, কমিশনের সুপারিশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১৬, ৫ মে ২০২৫

আপডেট: ১৩:৪৭, ৫ মে ২০২৫

Google News
এমবিবিএস ডক্টর ছাড়া রোগীকে এন্টিবায়োটিক নয়, কমিশনের সুপারিশ

এমবিবিএস ডাক্তার ছাড়া যেন কাউকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক না দেওয়া হয়—এমন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশে।

সোমবার (৫ মে) প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া সুপারিশে কমিশন পাশাপাশি ওষুধের দাম, বিভিন্ন মেডিকেল টেস্টের মূল্য এবং চিকিৎসকের পরামর্শ ফি নির্ধারিত করে দেওয়ার দিকেও জোর দেওয়ার আহ্বান জানিয়েছে।

প্রতিবেদনে স্বাস্থ্যসেবাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। একইসাথে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে করার সুপারিশও করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে স্বাস্থ্য খাতে রোগী সুরক্ষা, জবাবদিহিতা, আর্থিক বরাদ্দের ধারাবাহিকতা ও জরুরি প্রস্তুতি নিশ্চিত করতে আইন সংস্কারের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত নতুন আইনগুলোর মধ্যে রয়েছে: বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন, বাংলাদেশ হেলথ সার্ভিস আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন, স্বাস্থ্য সুরক্ষা আইন, ঔষধের মূল্য নির্ধারণ ও প্রবেশাধিকার আইন, অ্যালায়েড হেলথ প্রফেশনাল কাউন্সিল আইন, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল আইন, স্বাস্থ্যসেবা প্রদানকারী ও রোগী নিরাপত্তা আইন, হাসপাতাল ও ডায়াগনস্টিক এক্রেডিটেশন আইন, এবং বাংলাদেশ সেইফ ফুড, ড্রাগ, আইভিডি ও মেডিকেল ডিভাইস আইন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের