সোমবার,

০৫ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

সোমবার,

০৫ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

Radio Today News

দেশে ৩৩২ নারী ও মেয়েশিশু নির্যাতনের শিকার হয়েছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৫, ৫ মে ২০২৫

Google News
দেশে ৩৩২ নারী ও মেয়েশিশু নির্যাতনের শিকার হয়েছে

চলতি বছরের এপ্রিলে দেশে ৩৩২ নারী ও মেয়েশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১১১ জন। আর হত্যা করা হয়েছে ৭০ জনকে। গতকাল রোববার মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়, ১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে নারী নির্যাতনের এ তথ্য পাওয়া গেছে। এতে জানানো হয়, ধর্ষণের শিকার নারীর মধ্যে ১৬ মেয়েশিশুসহ ২৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এক মেয়েশিশুসহ পাঁচজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে; দুই মেয়েশিশু ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এ ছাড়া ২২ মেয়েশিশুসহ ২৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই সময়ে যৌন নিপীড়নের শিকার হয়েছে ১০ মেয়েশিশুসহ ১২ জন। উত্ত্যক্তের শিকার হয়েছে চার মেয়েশিশু। বিভিন্ন কারণে ৬০ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া হত্যার চেষ্টা করা হয়েছে দু’জনকে। পাঁচ মেয়েশিশুসহ ২৪ জনের রহস্যজনক মৃত্যু এবং ছয় মেয়েশিশুসহ ২৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে দু’জন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের।

এতে আরও বলা হয়, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১২ জন। এর মধ্যে তিনজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৭ জন, এর মধ্যে চার মেয়েশিশু। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে তিনজন। দু’জন গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। সাত মেয়েশিশুসহ ৯ জন অপহরণের শিকার হয়েছে। এ ছাড়া দুই মেয়েশিশু অপহরণচেষ্টার শিকার হয়েছে। একজন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে চারটি। এ ছাড়া দুই মেয়েশিশুসহ ১০ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের