সোমবার,

০৫ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

সোমবার,

০৫ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

Radio Today News

চুল কেটে জুতার মালা পরানো ,ইমাম রইস উদ্দিনের মৃত্যুতে এনসিপির প্রতিবাদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৭, ৫ মে ২০২৫

আপডেট: ১৪:১৯, ৫ মে ২০২৫

Google News
চুল কেটে জুতার মালা পরানো ,ইমাম রইস উদ্দিনের মৃত্যুতে এনসিপির প্রতিবাদ

কারা হেফাজতে গাজীপুর সিটির হায়দারাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের খতিব রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

সোমবার (৫ মে) রাতে দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৭ এপ্রিল ইমাম রইস উদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগের ভিত্তিতে মব ভায়োলেন্সের মাধ্যমে বর্বর নিপীড়ন চালানো হয় এবং তার মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে ভিডিওচিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

পরবর্তীতে ভুক্তভোগীকে পুলিশে সোপর্দ করা হয় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারা হেফাজতে ভোর ৪টায় তার মৃত্যু হয়। রাষ্ট্রীয় হেফাজতে থাকাকালীন এমন মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যা মৌলিক মানবাধিকার হরণ, ন্যায়বিচার প্রাপ্তিতে বাধা এবং মানবিক মর্যাদা লঙ্ঘন। জাতীয় নাগরিক পার্টি- এনসিপি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এতে বলা হয়, আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা গেছে, ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ৬ দিন পরও তার স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় এখন পর্যন্ত অভিযুক্ত কাউকেই আইনের আওতায় আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এনসিপি মনে করে, একজন ব্যক্তি যত গুরুতর অপরাধেই অভিযুক্ত হোক না কেন, তার নিরাপত্তা ও জীবনের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্বা।

রাষ্ট্র এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এ ধরনের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি এবং মব ভায়োলেন্সের প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। যেকোনও অভিযোগের ভিত্তিতেই মব ভায়োলেন্সের মাধ্যমে একজন নাগরিকের জান ও মালের ক্ষতিসাধন করা অথবা প্রাণহানি ঘটানো কোনোভাবেই কাম্য নয়। 

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় পুলিশের অপেশাদার আচরণের ফলে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে নাগরিক অধিকার ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পুলিশি ব্যবস্থার সংস্কারই যে অন্যতম গুরুত্বপূর্ণ এ ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনের দৃষ্টি আকর্ষণ করছে এনসিপি।

ইমাম রইস উদ্দিনের মৃত্যুর ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানানো হয় বিবৃতিতে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের