সোমবার,

০৫ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

সোমবার,

০৫ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

Radio Today News

বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে নির্বাচন কবে  হবে : রাষ্ট্রদূত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০৬, ৫ মে ২০২৫

Google News
বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে নির্বাচন কবে  হবে : রাষ্ট্রদূত

নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। দ্রুত নির্বাচনের জন্য ইইউ'র পক্ষ থেকে কোনো চাপ নেই বলেও জানান তিনি।

সোমবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত রাখাইন করিডরকে ভালো উদ্যোগ বলে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কোনো তাড়াহুড়ো নেই ইউরোপীয় ইউনিয়নের। গণতান্ত্রিক ধারায় ফিরতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ইইউ বাংলাদেশর সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে থাকবে। এই পটপরিবর্তনের একটি অর্জন দেশের জন্য। পর্যাপ্ত সংস্কার শেষে নির্বাচন হোক এটা ইইউ চায়। এটা একটা চ্যালেঞ্জ যে অনেকেই ভিসার জন্য সমস্যায় পড়ছেন। ছোট ভ্রমণ, শিক্ষা, সাংবাদিক ভিসা—এগুলোর জন্য ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চলছে।

মিলার জানান, ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট সমর্থন করে ইইউ। কেউ অপরাধ করলে এবং প্রমাণ হলে অবশ্যই শাস্তির মুখোমুখি করতে হবে। তবে স্পষ্ট এবং স্বচ্ছ বিচার হতে হবে।

রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ ও বৈষ‍ম‍্যবিরোধী আন্দোলন ভবিষ্যতে এর সুফল আনুক এমনটাই চায় ইইউ। বাংলাদেশ-ইইউর নিরাপদ পার্টনারশিপে বিশ্বাসী। মিয়ানমারে চলমান পরিস্থিতিতে রোহিঙ্গাদের নিরাপত্তা সহকারে প্রত্যাবাসনে ইইউর সমর্থন পাবে বাংলাদেশ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের