সোমবার,

০৫ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

সোমবার,

০৫ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

Radio Today News

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একে একে মারা গেলেন দগ্ধ ৫ জনই

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:০১, ৫ মে ২০২৫

Google News
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একে একে মারা গেলেন দগ্ধ ৫ জনই

গাজীপুরের জয়দেবপুরের মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন। এ ঘটনায় সবশেষ তানজিলা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৪ মে) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু তানজিলা। এর আগে দগ্ধ বাকি চারজনই মারা যান। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

নিহতরা হলেন— সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা (১০)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। একইদিন সকালে মারা যান পারভিন আক্তার।

এর আগে, গত শনিবার এক বছরের শিশু আয়ান মারা যায়। সোমবার সকালে মারা যান সিমা আক্তার (৩০)। মঙ্গলবার মারা যান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা বেগম (৩০)। এদের মধ্যে সিমা আক্তার ও তাসলিমা বেগমের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে জয়দেবপুরের মোগলখাল এলাকায় এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাত পৌনে ১১টার দিকে দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের