বুধবার,

০৭ মে ২০২৫,

২৩ বৈশাখ ১৪৩২

বুধবার,

০৭ মে ২০২৫,

২৩ বৈশাখ ১৪৩২

Radio Today News

থাপ্পড়ের বদলা নিতে স্বামীকে খুন, ৮ বছর পর স্ত্রী গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৩, ৬ মে ২০২৫

আপডেট: ১৯:৫৫, ৬ মে ২০২৫

Google News
থাপ্পড়ের বদলা নিতে স্বামীকে খুন, ৮ বছর পর স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানায় ৮ বছর আগে দায়ের হওয়া ‘ক্লু-লেস’ বা প্রমাণবিহীন একটি হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় নিহত নাজিম উদ্দিনের স্ত্রী নাসিমা আক্তারসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। স্বামী হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার নাসিমা। 

গ্রেফতার অপর দুই আসামী হলেন, নিহতের আপন ভাই জসিম উদ্দিন ও সিএনজি অটোরিকশা চালক আবুল কালাম। সিআইডি চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা আজ মঙ্গলবার ইত্তেফাককে বলেন, নাজিম উদ্দিন নামে এক প্রবাসীকে হত্যার ঘটনায় ৮ বছর আগে রাউজান থানায় দায়ের করা মামলার মূল রহস্য উদঘাটন করার পাশাপাশি নিহতের স্ত্রী নাসিমা আক্তার সহ তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামী নাসিমা নিজের অপরাধ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। 

সিআইডি সূত্র জানায়, ২০১৭ সালের ১৮ জুলাই রাউজান থানার দক্ষিণ সত্তর্¡া গ্রামের একটি মজা পুকুর থেকে অজ্ঞাতনামা পুরুষের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাউজান থানায় একটি নিখোঁজ ডায়েরির সূত্র ধরে ভিকটিমের পরিচয় সনাক্তের জন্য নিখোঁজ হওয়া ব্যক্তির ভাই জসিম উদ্দিন এবং মেয়ে ইসরাত জাহানের ডিএনএ পরীক্ষা করা হয়। ডিএনএ পরীক্ষায় অজ্ঞতনামা লাশটি ভিকটিম নাজিম উদ্দিনের বলে সনাক্ত হয়। 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ভিকটিম নাজিম উদ্দিন মারা যাওয়ার ৭/৮ মাস আগে তার ছেলে নিখোঁজ হয়। তখন নাজিম উদ্দিন প্রবাসে ছিলেন। ছেলে নিখোঁজের সংবাদ পেয়ে বিদেশ থেকে চলে আসেন নাজিম। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। ঘটনার দিন পারিবারিক নানা সমস্যা নিয়ে ঝগড়াঝাটির এক পর্যায়ে স্ত্রীকে চড় দেন নাজিম উদ্দিন। এসময় স্ত্রীর ধাক্কা খেয়ে দরজার চৌকাঠের সাথে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নাজিমের মৃত্যু হয়। স্বামীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর লাশ বাড়ির একটি কক্ষে কম্বল ও তোষক দিয়ে ঢেকে রাখেন নাসিমা। এরপর স্বামীর পাসপোর্ট সহ অন্যান্য কাগজপত্র পুড়িয়ে ফেলে সবাইকে বলতে থাকেন, নাজিম রাগ করে কাউকে কিছু না বলে বিদেশে চলে গেছে। ঘটনার সাতদিন পর গ্রেফতার অন্যান্য আসামীর সহায়তায় নাজিমের লাশ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে ফজল করিম মেম্বারের পুকুরে ফেলে দেন। 

পুলিশ কর্মকর্তা ছত্রধর ত্রিপুরা ইত্তেফাককে বলেন, স্বামীর আপন ভাই জসিমের নাসিমার অনৈতিক সম্পর্ক ছিল বলে তদন্তে জানতে পেরেছি। অথচ নাজিম উদ্দিন মারা যাওয়ার পর জসিমই থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেছিল। ভাবীর সাথে পরকীয়া সম্পর্ক আড়াল করতে আপন ভাইয়ের হত্যাকাণ্ডে জসিম সম্পৃক্ত ছিল বলে মনে হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের