
ভারতের তিনটি সামরিক ঘাঁটিতে পাকিস্তান হামলা চালিয়েছে—এমন অভিযোগকে 'ভিত্তিহীন' ও 'দায়িত্বজ্ঞানহীন' বলে প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (এফও) এক বিবৃতিতে এই দাবি নাকচ করে।
এর আগে, ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে শ্রীনগর, পাঠানকোট এবং জয়সলমীরের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়। ভারত আরও দাবি করে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করেছে এবং এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, "ভারতীয় মিডিয়ায় প্রচারিত এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। এগুলো পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি বেপরোয়া প্রচেষ্টার অংশ।"
বিবৃতিতে আরও বলা হয়, "পাকিস্তানের বিরুদ্ধে বারবার অভিযোগ তোলার মধ্য দিয়ে ভারত একটি আগ্রাসনের অজুহাত তৈরি করছে এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে।"
এফও আন্তর্জাতিক সম্প্রদায়কে মিথ্যা তথ্যের ভিত্তিতে উত্তেজনা সৃষ্টি বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়। তারা স্পষ্ট করে দেয়, পাকিস্তান তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।
প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে এক বন্দুকধারীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। সেই ঘটনার প্রতিশোধ হিসেবে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছে বলে দাবি করে। এরপর পাকিস্তান পাল্টা জবাব দেয়।
রেডিওটুডে নিউজ/আনাম