
তরুণ বিজ্ঞানীদের অনুপ্রাণিত করতে চীন নিয়েছে ব্যাপক উদ্যোগ। সম্প্রতি ‘২০২৫ চায়না ইয়ুথ মে ফোর্থ মেডেল’ পেয়েছেন ৩০ জন ব্যক্তি ও ৩০টি দল, যাদের অনেকেই বিজ্ঞান ও প্রযুক্তি খাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
চীনের ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশনের ৪৫ শতাংশ প্রকল্পই বরাদ্দ হচ্ছে ৪০ বছরের কম বয়সী গবেষকদের জন্য।
এ বছর পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শেনচৌ-১৬ অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্বপালনকারী মহাকাশচারী কুই হাইছাও এবং রোবোটিক প্রযুক্তিতে বিপ্লব ঘটানো ইউনিট্রি টেকনোলজির প্রতিষ্ঠাতা ওয়াং সিংসিং। আরেক পদকপ্রাপ্ত গবেষক হলেন নানচিং ইউনিভার্সিটির পদার্থবিদ্যার অধ্যাপক তু লিংচিয়ে।
রেডিওটুডে নিউজ/আনাম