মঙ্গলবার,

০৬ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

০৬ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

Radio Today News

রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে ২ পুত্রবধূসহ দেশের পথে বেগম খালেদা জিয়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২১, ৫ মে ২০২৫

আপডেট: ২৩:২৩, ৫ মে ২০২৫

Google News
রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে ২ পুত্রবধূসহ দেশের পথে বেগম খালেদা জিয়া

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সময় আজ সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে পৌঁছে দেন।  

হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন। 

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ফ্লাইটটি। বেগম খালেদা জিয়ার সঙ্গে আসছেন দুই পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। 

বেগম খালেদা জিয়াকে বরণ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলের নেতারা জানিয়েছেন, বিমানবন্দর থেকে খিলক্ষেত হয়ে কাকলী মোড় দিয়ে গুলশান অভিমুখে যাত্রা করবে বেগম খালেদা জিয়ার গাড়িবহর। বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত রাস্তার দু পাশে অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত ছাত্রদল, খিলক্ষেত থেকে হোটেল রেডিসন যুবদল, হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। 

এরপর বনানী কবরস্থান পর্যন্ত স্বেচ্ছাসেবক দল, বনানী কবরস্থান থেকে কাকলী মোড় পর্যন্ত কৃষক দল অভ্যর্থনা জানাবে। কাকলী মোড় থেকে গুলশানের বাসভবন পর্যন্ত বাকি পথে থাকবে শ্রমিক দল, ওলামা দল, মুক্তিযোদ্ধা দলসহ বিএনপির অঙ্গ ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের