মঙ্গলবার,

০৬ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

০৬ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

Radio Today News

রাজধানীর শান্তিনগরের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জন জীবিত উদ্ধার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪৯, ৫ মে ২০২৫

Google News
রাজধানীর শান্তিনগরের আগুন নিয়ন্ত্রণে, ১৮ জন জীবিত উদ্ধার

রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ টাওয়ার সেন্টার শপিং মল ১০তলা ভবনের নিচ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টা সন্ধ্যা সাতটা ৪৭ মিনিটে নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, আজ সন্ধ্যা ছয়টা ৪৭ মিনিটে আমাদের কাছে তথ্য আসে শান্তিনগরের সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। প্রথম ইউনিট ছয়টা ৫৮ মিনিটে পৌঁছায়। বর্তমানে তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। পরে মোট ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। 

ফায়ার সার্ভিসের সূত্র জানায়, ওই ভবনের ছাদ থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৯ জন নারী, সাত জন পুরুষ ও দুইজন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের