মঙ্গলবার,

০৬ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

০৬ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

Radio Today News

হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩১, ৫ মে ২০২৫

আপডেট: ১৯:৩২, ৫ মে ২০২৫

Google News
হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবেনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইতালি সরকার বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী৷ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টার সঙ্গে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মি. মাতিও পিয়ান্তিদোসি'র সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি৷ 

উপদেষ্টা বলেন, তারা (ইতালি) বলেছেন বাংলাদেশের শ্রমিকরা খুব কঠোর পরিশ্রমী৷ তারা আমাদের দেশে থেকে নতুন করে লিগ্যাল চ্যানেলে লোক নিতে আগ্রহী৷ অন্যদেশের ভিসা নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার যে প্রবণতা সেটাতে তারা নিরুৎসাহিত করেছে৷ আমরা তাদের বলেছি- এতদিন যারা এই লাইনে গিয়েছে তাদেরকেও যেন বৈধতা দিয়ে দেওয়া হয়৷

উপদেষ্টা আরও বলেন, আমরা পুলিশ, কোস্টগার্ড ও বিজিবির সহযোগিতা বৃদ্ধির জন্য তাদের সঙ্গে আলোচনা করেছি৷

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ঘটনায় ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি এরকম মব জাস্টিস করার চেষ্টা করে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ঘটনা ঘটার আগেই যাতে মব জাস্টিসদের ধরা হয় সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের