মঙ্গলবার,

০৬ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

মঙ্গলবার,

০৬ মে ২০২৫,

২২ বৈশাখ ১৪৩২

Radio Today News

জনসংখ্যা বৃদ্ধির হার বিবেচনায় নিয়ে কৃষি পরিকল্পনা নেয়া হচ্ছে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৩, ৫ মে ২০২৫

Google News
জনসংখ্যা বৃদ্ধির হার বিবেচনায় নিয়ে কৃষি পরিকল্পনা নেয়া হচ্ছে

বণিক বার্তা আয়োজিত 'কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলনে ২০২৫' কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান |

এমদাদ উল্লাহ মিয়ান বলেন, আমাদের ডেল্টাপ্ল্যানে ৬টি হটস্পট রয়েছে। সেগুলো ধরে কীভাবে আগালে আমরা দ্রুত উন্নতি করতে পারব সেটি নিয়ে কাজ করছি। সেখানে ৯টি থিমেটিক এলাকা ভাগ করে নেয়া হয়েছে। এটিকে আরেকটু ডেভেলাপ করার পর বিস্তারিত জানানো হবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, জনসংখ্যা বৃদ্ধির হার বিবেচনায় নিয়ে দেশের কৃষির উন্নয়নে ২৫ বছরের একটি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর মাধ্যমে আমাদের কৃষির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ সোমবার (৫ মে) বণিক বার্তা কর্তৃক রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত 'কৃষি, নিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলনের' প্রথম অধিবেশনে খাদ্য নিরাপত্তা ও কৃষকের ন্যায্যতা শীর্ষক প্রথম অধিবেশনে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী কৃষির উন্নয়নে কৃষক, কৃষি সংশ্লিষ্ট ব্যবসায়ী, গবেষক এবং বৈজ্ঞানিক কর্মকর্তাদের অবদান রয়েছে। আমরা যতটুকু এগিয়েছি আরো অনেক দূর হয়তো আমরা যেতে পারতাম। যদি আমরা আরো পরিকল্পনা করে কাজ করতাম তাহলে আরো অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হত।

কৃষি সচিব বলেন, একটা অভিযোগ আছে, আমাদের এখানে কৃষি কমিশন হয়নি। নতুনত্ব আসেনি। কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেই। আমরা প্রধান উপদেষ্টার নির্দেশে কৃষিতে নতুনত্ব নিয়ে আসার জন্য কাজ করছি। তারই ধারাবাহিকতায় আমরা ২৫ বছর মেয়াদি একটা কৃষি পরিকল্পনা করতে যাচ্ছি। আমাদের প্রতিবছর জনসংখ্যা কত বাড়ছে সেটি হিসাব করে আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে চাই। কৃষির স্বাস্থ্য বললে মাটির কথা বলতে হয়। আমরা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য কাজ করছি। আমরা মাটির উর্বরতা অনুযায়ী কোন অঞ্চলে, কোন মাটিতে কী ফসল ভালো হবে সেটি নির্ণয় করে ওই মাটিতে উপযুক্ত ফসল চাষের দিকে আগাব।

এমদাদ উল্লাহ মিয়ান বলেন, আমাদের ডেল্টাপ্ল্যানে ৬টি হটস্পট রয়েছে। সেগুলো ধরে কীভাবে আগালে আমরা দ্রুত উন্নতি করতে পারব সেটি নিয়ে কাজ করছি। সেখানে ৯টি থিমেটিক এলাকা ভাগ করে নেয়া হয়েছে। এটিকে আরেকটু ডেভেলাপ করার পর বিস্তারিত জানানো হবে। এছাড়া আমরা গুরুত্ব দিচ্ছি মানুষের খাদ্যের পাশাপাশি পশু বা বন্যপ্রাণীর খাদ্যের দিকেও। ফলে চাহিদা এবং উৎপাদনের হিসাব করে কতটুকু উৎপাদন কীভাবে বাড়াতে হবে সেই পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা হবে।

বণিক বার্তা আয়োজিত 'কৃষি, খাদ্যনিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলন ২০২৫' এর প্রথম অধিবেশনের বিষয় ছিল খাদ্যনিরাপত্তা ও কৃষকের ন্যায্যতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সম্মানিত অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম, টি. কে. গ্রুপের ডিরেক্টর মোহাম্মাদ মুস্তাফা হায়দার, এসিআই এগ্রিবিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারী এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের