
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসা হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সোমবার (৫ মে) সন্ধ্যায় সেখানে পৌঁছান তিনি।
বিএনপির মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ ঢাকার উদ্দেশ্যে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে তার।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার। তার সঙ্গে আসছেন দুই পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
বেগম খালেদা জিয়াকে বরণ করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলের নেতারা জানিয়েছেন, বিমানবন্দর থেকে খিলক্ষেত হয়ে কাকলি মোড় দিয়ে গুলশান অভিমুখে যাত্রা করবে বেগম জিয়ার গাড়িবহর। বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত রাস্তার দু পাশে অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত ছাত্রদল, খিলক্ষেত থেকে হোটেল রেডিসন যুবদল, হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
রেডিওটুডে নিউজ/আনাম