বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫,

২৫ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫,

২৫ বৈশাখ ১৪৩২

Radio Today News

এনআইডির তথ্য ফাঁসের ঘটনায় দুই প্রতিষ্ঠানের সেবা বন্ধ করল ইসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৯, ৭ মে ২০২৫

Google News
এনআইডির তথ্য ফাঁসের ঘটনায় দুই প্রতিষ্ঠানের সেবা বন্ধ করল ইসি

নাগরিকদের সংরক্ষিত জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাওয়ায় ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘যাচাই সেবা’ সাময়িক বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৭ মে) নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (৬ মে) তাদের রুটিন মনিটরিংয়ে সময় ধরা পড়ে দুটি প্রতিষ্ঠান থেকে তাদের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। এ দুটো প্রতিষ্ঠান হলো আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক। সাময়িকভাবে ওই দুটি প্রতিষ্ঠানের যাচাই সেবা বন্ধ করা হয়েছে। কীভাবে তথ্য ফাঁস হলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

হুমায়ুন কবীর আরও বলেন, ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান তাদের এনআইডি অনুবিভাগ এর সঙ্গে যোগাযোগ করেছে। তারা বলেছে, এটার ব্যাপারে তাদের যে নিয়মকানুন রয়েছে সেগুলো নিশ্চিত করতে। যারা জড়িত বলে তাদের তদন্তে মনে  হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের কাছে আসতে বলেছে। এরপর চুক্তি অনুযায়ী যা যা করা দরকার, তা করা হবে বলে জানিয়েছে এনআইডি অনুবিভাগ। 

নিজেদের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, আমরা প্রথম থেকেই মনে করি এ ডেটা আপনাদের, আমাদের, সকলের। আমরা সবাই নিরাপদ থাকব। নিরাপদ রাখার স্বার্থে যখন আমরা বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছি-এ দুটো জায়গা থেকে তথ্য লিক হচ্ছে তখন আমরা সাময়িকভাবে এটা বন্ধ করে দিয়েছি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, তাদের প্রতিষ্ঠানে নতুন গ্রাহক সেজে একজন বেশ কয়েকবার প্রতারণা করার চেষ্টা করেছিল। তবে কোনো তথ্য ফাঁস হয়নি। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ অব্যাহত রেখেছে।

এনআইডি অনুবিভাগ থেকে ১৮৬টি প্রতিষ্ঠান তথ্য যাচাই সেবা নিতে ইসির সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এনআইডি সেবা গ্রহণকারী তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস হওয়ার ঘটনার পর পাঁচটি প্রতিষ্ঠানের সেবাও বন্ধ রয়েছে। এবার আরও দুটি প্রতিষ্ঠানে তথ্য ফাঁসের প্রমাণ পাওয়া গেলো।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের