
বাংলাদেশে আশ্রয় নেওয়া সেনা ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যসহ মোট ৪০ জন মিয়ানমার নাগরিককে আজ বুধবার (৭ মে) বিকেলে আকাশপথে ফেরত নিয়েছে মিয়ানমার জান্তা সরকার। তাদের একটি বিশেষ বিমান কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
ফেরত পাঠানোদের মধ্যে রয়েছেন রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের ৩৪ জন সেনা ও বিজিপি সদস্য এবং সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আটক হওয়া ৬ জন মাদক ও হত্যা মামলায় দণ্ডিত আসামি।
কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মর্তুজা হোসান জানান, দুপুর ২টার দিকে মিয়ানমারের একটি বিশেষ বিমান অবতরণ করে। পরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মিয়ানমার প্রতিনিধিদের কাছে ৪০ জন নাগরিককে হস্তান্তর করা হয়।
বিজিবির কক্সবাজার রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল এমএম ইমরুল হাসান জানান, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১১ জানুয়ারির মধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতি থেকে পালিয়ে টেকনাফের দমদমিয়া, নাজিরপাড়া ও শাহপরীর দ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৩৪ জন সেনা ও বিজিপি সদস্য। তাদের মধ্যে ২১ জন ছিলেন বিজিপি এবং ১৩ জন সেনাবাহিনীর সদস্য।
এছাড়া বাংলাদেশে মাদকপাচার ও হত্যাসহ বিভিন্ন মামলায় সাজাভোগ করা ৬ মিয়ানমার নাগরিককে কক্সবাজার জেলা কারাগার থেকে এনে একই ফ্লাইটে পাঠানো হয়।