বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫,

২৫ বৈশাখ ১৪৩২

বৃহস্পতিবার,

০৮ মে ২০২৫,

২৫ বৈশাখ ১৪৩২

Radio Today News

ভারতকে এই হামলার পরিণতি ভোগ করতে হবে: পাক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩০, ৭ মে ২০২৫

Google News
ভারতকে এই হামলার পরিণতি ভোগ করতে হবে: পাক প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ‘শত্রুকে যে আঘাত দেওয়া হয়েছে, তা এতটাই গভীর যে সময়ও সেই ক্ষত সারাতে পারবে না।

তিনি আরও বলেন, পাকিস্তান বিমান বাহিনীর জেট বিমানের হামলায় ভারতের বাহিনী এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে, তাদের ওপর এমন এক ঝড় নেমে এসেছিল আকাশে, যা তাদের চিৎকার করতে বাধ্য করেছিল। ভারতের গর্বের পাঁচটি যুদ্ধবিমান এখন শুধুই ছাই আর ধ্বংসস্তূপ।

বুধবার (৭ মে) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন পাক প্রধানমন্ত্রী।

শেহবাজ জানান, ভারতের ‘কাপুরুষোচিত হামলায়’ ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৪৬ জন আহত হয়েছেন।
‘আমরা মাত্রই জানাজা পড়ে এলাম এক শিশু শহীদের – সাত বছরের ইরতেজা আব্বাসের।’

তিনি বলেন, ‘ভারতের বিমান হামলার পাল্টা জবাবে আমাদের সশস্ত্র বাহিনীকে মাত্র কয়েক ঘণ্টা লেগেছে শত্রুকে ঘায়েল করতে।’

প্রধানমন্ত্রী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ভারতকে তাদের এই হামলার পরিণতি ভোগ করতে হবে। ‘হয়তো তারা ভেবেছিল আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে – এ জাতি সাহসীদের জাতি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের