
চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি’র তৈরি উচ্চমানের চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠান রাশিয়া প্রদর্শনী এবং সম্প্রচার কার্যক্রম সম্প্রতি মস্কোয় শুরু হয়েছে। ‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক সম্প্রীতি’ ও ‘চীনের পাঠোদ্ধার: আধুনিকীকরণের এক অনন্য পথ’সহ ১০-১২টি চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান রুশ তথ্যমাধ্যমে পরপর প্রচারিত হচ্ছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-রুশ সাংস্কৃতিক বিনিময় উত্পসাহব্যঞ্জকভাবে প্রসারিত হয়েছে, দু’দেশের জনগণের মধ্যে সমঝোতা ও মৈত্রী গভীরতর করেছে, বংশপরম্পরায় সম্প্রীতিমূলক বসবাসের ধারণা সমর্থন লাভ করছে। অনুষ্ঠানগুলো রুশ দর্শকদের জন্য নতুন যুগে চীনকে বোঝা ও চীনের উত্কৃষ্ট ঐতিহ্যবাহী সংস্কৃতির বৈশিষ্ট্যময় আকর্ষণীয় শক্তি অনুভব করার সেতু স্থাপন করবে।
জানা গেছে, অনুষ্ঠানগুলো পরপর অল-রাশিয়ান স্টেট টেলিভিশন এবং রেডিও সম্প্রচার সংস্থা (ভিজিটিআরকে), ‘রোসিস্কায়া গেজেটা’র অফিসিয়াল ওয়েবসাইট এবং রাশিয়ান ব্রিকস টিভিসহ বিভিন্ন রুশ তথ্যমাধ্যম প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে। প্রদর্শনী ও সম্প্রচার কার্যক্রম চলতি বছরের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত চলবে।
রেডিওটুডে নিউজ/আনাম