
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার উদ্দেশ্যমূলকভাবে নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করছে। একইসঙ্গে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার (৯ মে) খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি সদ্য নির্বাচিত পোপকে আন্তরিকভাবে স্বাগত জানান।
তারেক রহমান বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিভিন্ন সময় সংবিধানকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। বিশেষ করে অতীতে সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা।
তিনি আরও বলেন, বিএনপি শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে এসেছে। কিন্তু বর্তমান সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছে কিনা—তা নিয়ে জনমনে ব্যাপক সংশয় সৃষ্টি হয়েছে।
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের প্রসঙ্গে তারেক রহমান বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে এই সরকার স্বৈরাচারদের নিরাপদে দেশত্যাগের সুযোগ করে দিচ্ছে। তিনি এই কৌশলের সঙ্গে শেখ হাসিনার অতীত দেশত্যাগের ঘটনাকেও তুলনা করেন।
তারেক রহমান আরও বলেন, দেশের প্রকৃত গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে জনগণের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন। দেশ কোনো ব্যক্তি কিংবা দলের সম্পত্তি নয়, এটি জনগণের।
রেডিওটুডে নিউজ/আনাম