শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

লন্ডন থেকে ভিডিও বার্তায় যা জানালেন ইলিয়াস কাঞ্চন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২০, ৯ মে ২০২৫

Google News
লন্ডন থেকে ভিডিও বার্তায় যা জানালেন ইলিয়াস কাঞ্চন

 লন্ডন থেকে ভিডিও বার্তায় ছাত্র-জনতার চলমান আন্দোলনকে সমর্থন জানালেন জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

ভিডিও বার্তায় ইলিয়াস কাঞ্চন বলেন, ছাত্রদের চলমান দাবির প্রতি জনতা পার্টি বাংলাদেশের পক্ষ থেকে একাত্মতা পোষণ করছে।

তিনি বলেন, বর্তমানে পারিবারিক প্রয়োজনে লন্ডন অবস্থান করায় এই ভিডিও বার্তায় তাদের (ছাত্রদের) এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি।

জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান আরও বলেন, ২৪ এর চেতনাকে আমরা হৃদয় দিয়ে ধারণ করি। কোন ফ্যাসিস্টকে মানবো না। আমি দেশে ফিরে এলে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ দলের অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে ছাত্রদের এই আন্দোলনের পাশে আছে।

ভিডিও বার্তায় সবাইকে শুভেচ্ছা জানান ইলিয়াস কাঞ্চন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের