শনিবার,

১০ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শনিবার,

১০ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

আক্রমণ চালাতে গিয়ে উল্টো ৭৭টি বিধ্বংসী ড্রোন খোয়াল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩, ৯ মে ২০২৫

Google News
আক্রমণ চালাতে গিয়ে উল্টো ৭৭টি বিধ্বংসী ড্রোন খোয়াল ভারত

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, সেনাবাহিনী গতরাতে ৪৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে, গতরাতের হিসাবসহ পাকিস্তান কর্তৃক ভূপাতিত ভারতীয় ড্রোনের মোট সংখ্যা ৭৭-এ দাঁড়িয়েছে। খবর বিবিসি, আল জাজিরার

গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২৫টি হারপ ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। 

গত মঙ্গলবার রাত ১টার পর ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালায় ভারত। ক্ষেপণাস্ত্র হামলা ও গুলিবর্ষণে নিহত হন ৩১ জন। এতে আহত হয়েছেন আরও ৫৭ জন। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতেই নিয়ন্ত্রণ রেখার কাছে (এলওসি) পাকিস্তানি সেনারা গোলাবর্ষণ করেছে। এতে ১৬ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

আজ দুপুরে পাকিস্তানের নিরাপত্তা সূত্র টেলিভিশন চ্যানেলটিকে জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে।

এদিকে ভারতের হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে গতকাল পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ ও অন্যটি মিগ-২৯ যুদ্ধবিমান। সু-৩০ ও মিগ-২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি। তবে আজ শুক্রবার আরও দুটি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের