শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

ভিসানীতি শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলবে না : শিক্ষামন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩

Google News
ভিসানীতি শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলবে না : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি বিদেশগামী শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব ফেলবে না এবং ভিসানীতি নিয়ে সরকারও কোনো চাপ অনুভব করছে না।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ভিসানীতি বিদেশগামী শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব ফেলবে না। কারণ, তারা খুব আগ্রহী যেন বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের দেশে যায়। তাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের ফি’র ওপর নির্ভরশীল।

দীপু মনি বলেন, সরকার কোনো চাপ অনুভব করছে না। কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ এবং স্বচ্ছ নির্বাচন করার জন্য অঙ্গীকারাবদ্ধ সরকার।

শিক্ষামন্ত্রী আরও বলেন, স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন করবে এবং সংবিধান অনুযায়ী সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে। দেশের মানুষ অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার নির্বাচন করবে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের