
সরকারি চাকরিতে কোটা বাতিলে এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে কোটা বাতিলের আদেশ না হলে আগামীকালও (মঙ্গলবার) সায়েন্সল্যাব মোড় অবরোধ করার হুঁশিয়ারি দেন তারা।
সোমবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এমন ঘোষণা দিয়ে সায়েন্সল্যাব মোড়ের অবরোধ তুলে নেন তারা।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যেকোনো মূল্যে কোটা বাতিলের আদেশ দিতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকবে। এই সময়ের মধ্যে যদি কোটা বাতিলের আদেশ দেওয়া না হয়, তাহলে ফের আগামীকাল অবরোধ করা হবে।
রেডিওটুডে/এমএমএইচ