
সিনেমার একটি গানের শ্যুটিংয়ে শাকিব ও বুবলী
ব্যাক্তিগত টানাপোড়েনে যখন শাকিব-বুবলী জুটি যখন ভাঙতে বসে, তখন তাদের ‘লিডার— আমিই বাংলাদেশ’ ছবির জন্য চুক্তিবদ্ধ করেন পরিচালক তপু খান। এরপর থেকেই ছবিটি নিয়ে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। শ্যুটিং ডাবিং শেষে এখন শুধু মুক্তির অপেক্ষা।
সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি। ২০২২ সালের গেল ১৫ নভেম্বর সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় ‘লিডার—আমিই বাংলাদেশ’। বোর্ডের সদস্যরা সিনেমাটিকে আনকাট ছাড়পত্র দেয়। সেই সঙ্গে প্রশংসা পায় ছবিটি।
সিনেমায় শাকিবের নায়িকা শবনম বুবলী। গত বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে সিনেমার নাম ঘোষণা এবং শিল্পীদের চুক্তিস্বাক্ষর হয়।
ওই বছরের ২৫ মে রাজধানীর উত্তরায় ‘লিডার—আমিই বাংলাদেশ’ ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয়।
সামাজিক-অ্যাকশন গল্পের নির্মিত ‘লিডার—আমিই বাংলাদেশ’। এতে সমাজ ও দেশের জন্য ইতিবাচক বার্তা আছে। সামাজিক দায়বদ্ধতা থেকে এটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
রেডিওটুডে নিউজ/এসবি