বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

বৃহস্পতিবার,

৩০ মার্চ ২০২৩,

১৬ চৈত্র ১৪২৯

Radio Today News
bangas biscuit

বিশু শিকদারের দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৮, ২৫ জানুয়ারি ২০২৩

বিশু শিকদারের দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস

সদ্য প্রয়াত গীতিকার বিশু শিকদারের দুই কন্যাসন্তানের দায়িত্ব নিলেন ‘নগর বাউল’ খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশুর ছোট ভাই শাহ আলম শিকদার।

শাহ আলম বলেন, ‘আমার সদ্য প্রয়াত বড় ভাই বিশু শিকদারের দুই মেয়ে সঙ্গীতা ও রাফিয়ার সার্বিক দায়িত্ব নিয়েছেন জেমস।’

গত সোমবার  ঢাকা থেকে সড়কপথে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামে যান জেমস। তিনি সেখানে বিশুর কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে বিশু শিকদারের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জেমস। এ সময় তিনি গীতিকারের পরিবারকে সার্বিক সহযোগিতা এবং তার সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে সঙ্গীতা ও দ্বিতীয় শ্রেণি পড়ুয়া রাফিয়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।

বিশু শিকদার নগর বাউল জেমসের জন্য গান লিখেছেন ৫০টিরও বেশি। তার মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো- ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমণি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের