
তাসনিয়া ফারিণ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের অস্ত্রোপচার করা হয়েছে।ব্যাংককের হাসপাতালে তার এই অস্ত্রোপচার হয়। নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু তথ্য জানান তাসনিয়া।
ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করা ছবিতে দেখা যায় তিনি হাসপাতালে আছেন। কপালে ব্যান্ডেজ, মুখে মাস্ক। ক্যাপশনে তাসনিয়া লিখেন, "জীবনের প্রথম অপারেশন হলো। সেটাও আবার এক অপরিচিত দেশে। সঙ্গে আমার অভিভাবকরা নেই। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সঙ্গে আমার ছোট ভাই ছিল।"
অভিনেত্রী নিজের শারীরিক অবস্থার সম্পর্কে গণমাধ্যমকে জানিয়েছেন, "খুবই ছোট একটা অপারেশন হয়েছে। আমার নাকের মাঝে একটা সিস্ট হয়েছিল। সেটা অপারেশনে বাদ দেওয়া হয়েছে। এখন অনেকটাই ভালো আছি।"
রাজধানীর কুড়িল এলাকার একটি বিপণিবিতানের চলন্ত সিঁড়িতে গত ২ ডিসেম্বর রাতে আহত হয়েছেন আলোচিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সেই সময় অভিনেত্রীর সঙ্গে তার বাবাও ছিলেন।
রেডিওটুডে নিউজ/এসবি