মুম্বাইয়ের ব্যস্ত সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। আলোর ঝলকানি আর মঞ্চের গতির বিপরীতে মুহূর্তের অসতর্কতা তাঁকে বড় ধরনের বিপদের মুখে ঠেলে দেয়। জানা গেছে, মুম্বাইয়ের একটি জনবহুল রাস্তায় একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নোরার গাড়িকে সজোরে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই চারপাশে আতঙ্কের সৃষ্টি হয় এবং তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাথায় চোট পাওয়ার কারণে চিকিৎসকেরা কোনো ঝুঁকি না নিয়ে তাৎক্ষণিকভাবে নোরার সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নেন। তবে স্ক্যান রিপোর্টে স্বস্তির খবর মিলেছে; তাঁর মাথায় বড় ধরনের কোনো জখম বা অভ্যন্তরীণ রক্তক্ষরণের চিহ্ন পাওয়া যায়নি। যদিও শারীরিক ধকল সামলে নিতে চিকিৎসকরা তাঁকে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার কড়া পরামর্শ দিয়েছিলেন, কিন্তু নোরা যেন নিজের সংকল্পে ছিলেন অনড়।
চিকিৎসকদের সেই পরামর্শ উপেক্ষা করেই হাসপাতাল থেকে সরাসরি নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন এই অভিনেত্রী। দুর্ঘটনাকবলিত সেই গাড়িতে নোরার সঙ্গে ছিলেন বিশ্বখ্যাত মার্কিন সংগীতশিল্পী ডেভিড গুয়েটা। তাঁরা দুজনেই জনপ্রিয় সানবার্ন ফেস্টিভ্যালে অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন। মাথার তীব্র যন্ত্রণা আর দুর্ঘটনার আতঙ্ক সঙ্গী করেই নোরা শেষ পর্যন্ত নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেন।
বিপদের মুহূর্তেও নিজের পেশাদারিত্ব এবং অদম্য মনোবলের এমন নজির দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। নোরার এই দৃঢ়তা যেমন সবাইকে অবাক করেছে, তেমনি তাঁর দ্রুত আরোগ্য কামনায় সরব হয়েছেন নেটিজেনরা। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও দর্শকদের প্রতি নিজের প্রতিশ্রুতি রক্ষা করে নোরা ফাতেহি আবারও প্রমাণ করলেন কেন তিনি বর্তমান সময়ের অন্যতম আলোচিত তারকা।
রেডিওটুডে নিউজ/আনাম

