
আতিফ আসলাম
জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম বাবা হয়েছেন। ২৩ মার্চ (বৃহস্পতিবার) তার স্ত্রী সারাহ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। খবরটি আতিফ নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন।
নিজের ফেসবুক একাউন্টে একটি ছবি প্রকাশ করেন আতিফ। ছবিতে কন্যার মুখ ঢেকে রেখেছেন তিনি। ক্যাপশনে আতিফ লিখেছেন, "অবশেষে অপেক্ষার অবসান। আমার হৃদয়ের নতুন রানি উপস্থিত। মেয়ে ও সারাহ, দু’জনেই সুস্থ আছে। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করবেন।"
আতিফের কন্যা হওয়ার খবরটি জানাজানি হতেই সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। আতিফ নিজের মেয়ের নাম রেখেছেন হালিমা।
হালিমা আতিফ-সারাহর তৃতীয় সন্তান। ২০১৩ সালে সারাকে বিয়ে করেন সঙ্গীতশিল্পী আতিফ। পাকিস্তানের লাহোরে নিকট আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে করেন দুজন।
রেডিওটুডে নিউজ/এসবি