
ইমরান ও তার স্ত্রী
জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল বিয়ে করেছেন। সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক একাউন্ট থেকে সুখবরটি নিজেই জানিয়েছেন ইমরান। নিজের ফেসবুকে আজ (বুধবার) ইমরান কয়েকটি ছবি প্রকাশ করেছেন। নববধূর সঙ্গে ইমরানকে প্রাণবন্ত ও হাস্যোজ্জলভাবে দেখা গেছে।
ক্যাপশনে ইমরান লিখেছেন, "বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।"
ইমরান আরও লিখেন, "পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ।"
শেষে তিনি লেখেন, "আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেনো একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।"
অল্পদিনেই একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন ইমরান। বর্তমানে চলচ্চিত্র ও অডিও বাজারে সফলতার সঙ্গে বিচরণ করছেন ইমরান মাহমুদুল।
রেডিওটুডে নিউজ/এসবি