বুধবার,

১১ ডিসেম্বর ২০২৪,

২৭ অগ্রাহায়ণ ১৪৩১

বুধবার,

১১ ডিসেম্বর ২০২৪,

২৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

কান চলচ্চিত্র উৎসবের প্রতিটি দিনই বেশ উপভোগ করছি: ভাবনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৯, ১৬ মে ২০২৪

Google News
কান চলচ্চিত্র উৎসবের প্রতিটি দিনই বেশ উপভোগ করছি: ভাবনা

ফ্রান্সের কান সৈকতে আবারও বসেছে সিনেমার বর্ণিল আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। ১২ দিনব্যাপী ৭৭তম এ আসর চলবে ২৫ মে পর্যন্ত। এই উৎসবের অভিজ্ঞতা নিতে প্রথমবারের মতো সেখানে গেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী আশনা হাবিব ভাবনা। গত দু’দিন ধরে বেশ উপভোগ্য সময় কাটাচ্ছেন এই তারকা। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় কান থেকে বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই জানালেন ভাবনা।

ভাবনা বলেন, ‘কান চলচ্চিত্র উৎসবের প্রতিটি দিনই বেশ উপভোগ করছি। প্ল্যান করে বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা দেখা হচ্ছে এখানে। আজও কানের স্থানীয় সময় রাত ১০টায় সিনেমা দেখবো। এখানে প্রত্যেক দিন দু’টি করে বিশ্বের আলোচিত সিনেমা দেখার পরিকল্পনা করেছি, সে অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবারও দেখা হবে। বিশেষভাবে বলতে হয় আগামীকাল লুমের থিয়েটারে সিনেমা দেখবো, এটি কানের খুবই প্রেস্টিজিয়াস একটি থিয়েটার।’

কথা প্রসঙ্গে কান উৎসবে নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে রেড কার্পেটে হাঁটা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেত্রী। ভাবনা বলেন, ‘আমার ভাবতেই ভালো লাগছে যে রেড কার্পেটে হেঁটেছি, এ এক অন্য অনুভূতি। যে রেড কার্পেটে আজ হেঁটেছি, ওইটা ছিল কানের অন্যতম থিয়েটার লুমের রেড কার্পেট। এই অভিজ্ঞতা আমার কাছে সত্যিই অনেক বেশি আনন্দের।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের