
আজকের এই দিনের ইতিহাস
আজকের এই দিনে ইতিহাসে ঘটে গেছে কিছু উল্লেখযোগ্য ঘটনা সমূহ সহ দেশে এবং বিদেশে বিশিষ্ট জনের জন্ম ও মৃত্যু দিন।
চলুন তাহলে জেনে আসা যাক আজকের দিনের ইতিহাস সম্পর্কে:
ঘটনাবলি:
১. ১৭৩৯- আজকের এই দিনে দিল্লি দখল করেন নাদির শাহ।
২. ১৯৩৫- আজকের এই দিনে ১৯৩৫ সালে ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠিত হয়।
৩. ১৬৮৬- আজকের এই দিনে ১৬৮৬ সালে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলন করা হয়েছিল কলকাতার সুতানটি গ্রামে।
৪. ১৮১৪- আজকের এই দিনে যুবরাজ ফেব্রিক নেদারল্যান্ড এর রাজা হন ১৮১৪ সালে।
জন্ম:
১. ১৬১৫- এই দিনে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র দারাশিকো ১৬১৫ সালে জন্মগ্রহণ করেন।
২. ১৯২০- আজকের এই দিনে বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী চিন্ময় লাহিড়ী ১৯২০ সালে জন্মগ্রহণ করেন।
৩. ১৯৬৬- আজকের এই দিনে ১৯৬৬ সালে ভারতীয় নেপথ্য গায়িকা অলকা যজ্ঞক জন্মগ্রহণ করেন।
৪. ১৪৯৭- আজকের এই দিনে ইনকা সম্রাট আটাওয়ালাপা ১৪৯৭ সালে জন্মেছিলেন।
৫. ১৯২৯- বাংলা ছড়া গানের কণ্ঠশিল্পী সনৎ সিংহ ১৯২৯ সালে জন্মেছিলেন।
মৃত্যু:
১. ১৯৭৩- আজকের এই দিনে গোস্বামী প্রখ্যাত বাঙালি সাঁতারু শ্যামাপদ ১৯৭৪ সালের মৃত্যু বরণ করে।
২. ১৯৯১- এই দিনে ভারতের প্রখ্যাত বাঙ্গালী লেখিকা এবং একজন শিক্ষাবিদ রমা চৌধুরীর ১৯৯১ সালে প্রয়াত হন।
৩. ২০১৭- অধ্যাপক জোবাইদা গুলশান আরা ২০১৭ সালে মৃত্যুবরণ করেন।
৪. ১৯২৬- ব্রিটিশ ভারতের বাঙালি কবি আজকের এই দিনে ১৯২৬ সালের কাজী ইমদাদুল হক প্রয়াত হন।
৫. ১৯৯৩- প্রখ্যাত বাঙালি সাংবাদিক বিবেকানন্দ মুখোপাধ্যায় ১৯৯৩ সালে মারা যান।
এস আর