
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮টা) দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ১৫৫ জনে দাঁড়িয়েছে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩৬ রোগী। চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ হাজার ৫২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে দুজন বরিশাল বিভাগের বাসিন্দা। এ ছাড়া অন্য তিনজন ঢাকার দুই সিটি করপোরেশনের পৃথক পৃথক হাসপাতালে মারা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ পর্যন্ত ৩৬ হাজার ৫২৮ ডেঙ্গু রোগী সুস্থ হওয়ায় তাদের ছাড়পত্র দিয়েছে হাসপাতাল। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ৫০২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯৯৯ জন।
রেডিওটুডে নিউজ/আনাম