সোমবার,

১৫ সেপ্টেম্বর ২০২৫,

৩১ ভাদ্র ১৪৩২

সোমবার,

১৫ সেপ্টেম্বর ২০২৫,

৩১ ভাদ্র ১৪৩২

Radio Today News

রাশিয়া-বেলারুশ যুদ্ধ মহড়া দেখতে মার্কিন কর্মকর্তাদের আকস্মিক সফর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:০৯, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Google News
রাশিয়া-বেলারুশ যুদ্ধ মহড়া দেখতে মার্কিন কর্মকর্তাদের আকস্মিক সফর

রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া দেখতে আকস্মিক সফরে সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলারুশে দেখা গেল যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের।

ন্যাটোভুক্ত পোল্যান্ডে রুশ ড্রোন প্রবেশের পর ইউরোপে উত্তেজনার মধ্যে রুশ মিত্র বেলারুশে মার্কিন কর্মকর্তাদের এমন উপস্থিতিকে 'অবাক করা' ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, ন্যাটোর সঙ্গে তীব্র উত্তেজনার সময়ে শুক্রবার রাশিয়া ও বেলারুশ 'জাপাদ-২০২৫' মহড়া শুরু করেছে। বেলারুশের একটি প্রশিক্ষণ মাঠে মার্কিন কর্মকর্তাদের উপস্থিতিকে পশ্চিমারা 'অবাক করা ঘটনা' হিসেবে উপস্থাপন করেছে।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দুই জন ইউনিফর্ম পরিহিত মার্কিন কর্মকর্তা প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিন আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানাচ্ছেন এবং তার সঙ্গে করমর্দন করছেন।

মার্কিন কর্মকর্তাদের উপস্থিতি ওয়াশিংটন এবং বেলারুশের মধ্যে উষ্ণ সম্পর্ক গড়ে তোলার সর্বশেষ লক্ষণ।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোকে তার ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর অনুমতি দেয়। পুতিন দেশটিতে কৌশলগত পারমাণবিক অস্ত্রও মোতায়েন করেছে।

ট্রাম্পের প্রতিনিধি জন কোয়েল গত সপ্তাহে বেলারুশিয়ান নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার জন্য মিনস্ক ভ্রমণ করেন। এরপর লুকাশেঙ্কো সাংবাদিক ও রাজনৈতিক বিরোধীসহ তাদের দেশের কারাগার থেকে ৫২ জন বন্দীকে মুক্তি দিতে সম্মত হন।

বিনিময়ে যুক্তরাষ্ট্র বেলারুশের জাতীয় বিমান সংস্থা বেলাভিয়াকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়েছে। এর ফলে সংস্থাটি তাদের বহরের জন্য পরিষেবা প্রদান এবং যন্ত্রাংশ কিনতে পারবে - যার মধ্যে বোয়িং বিমানও অন্তর্ভুক্ত।

জন কোয়েল বলেন, ট্রাম্প অদূর ভবিষ্যতে বেলারুশে মার্কিন দূতাবাস পুনরায় চালু করতে, সম্পর্ক স্বাভাবিক করতে এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক পুনরুজ্জীবিত করতে চান।

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারী হিসবে কাজ করা ট্রাম্প লুকাশেঙ্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছেন। ট্রাম্প নিজেও নিয়মিত পুতিনের সঙ্গে আলোচনা করেন। গত সপ্তাহে ট্রাম্প জন কোয়েলের মাধ্যমে লুকাশেঙ্কোকে একটি 'বন্ধুত্বপূর্ণ হাতে সই করা' চিঠি পাঠিয়েছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের