বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

ইউরোপে ভয়াবহ বন্যায় মৃতের‌ সংখ্যা ১৩০’র বেশি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৪, ১৭ জুলাই ২০২১

আপডেট: ১৮:১৩, ১৭ জুলাই ২০২১

Google News
ইউরোপে ভয়াবহ বন্যায় মৃতের‌ সংখ্যা ১৩০’র বেশি

ইউরোপে ভয়াবহ বন্যা (ছবি: রয়টার্স)

বিগত কয়েক বছরের মধ্যে ইউরোপে সবচেয়ে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১৩০। পশ্চিম জার্মানির বেশিরভাগ গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবারেও জরুরী উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ অব্যাহত রাখেন।

জার্মানির পত্রিকা বিল্ড এই বন্যাকে "ফ্লাড অফ ডেথ" নামে অভিহিত করে। বাসিন্দারা আচমকা এমন ভয়াবহ বন্যায় দিশেহারা হয়ে পড়েন বলে খবরে জানিয়েছে ভয়েস আমেরিকার বাংলা বিভাগ।

খবরে লেখা হয়- জার্মানির কোনো কোনো অঞ্চলে রাস্তা এবং ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। বন্যার পানি সরে যাবার পর রাস্তায় গাড়ি উল্টে পড়ে থাকতে দেখা গেছে।

কয়েকটি জেলা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। রাইনল্যান্ড-প্যালেটিনেট রাজ্যের ব্যাড নিউইনাহরের ২১ বছর বয়সী ডেকোরেটার অ্যাগ্রোন বেরিশা এএফপিকে বলেন, ১৫ মিনিটের মধ্যে সবকিছু পানির নীচে তলিয়ে যায়। আমাদের ফ্ল্যাট, আমাদের অফিস, আমাদের প্রতিবেশীদের বাড়িঘর, সবকিছু পানির নিচে ছিল।

নিকটবর্তী শুল্ডে হান্স-ডিয়েটার ভ্রানকেন (৬৫) বলেন, আমরা এখানে ২০ বছরেরও বেশি সময় ধরে বাস করছি এবং আগে কখনো এমন পরিস্থিতির শিকার হইনি।

রাইনল্যান্ড-প্যালাটিনেটের স্বরাষ্ট্রমন্ত্রী রজার লেওয়েন্টজ পত্রিকা বিল্ডকে জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। জরুরি পরিষেবাগুলি ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলিতে তাদের তল্লাশী অব্যাহত রেখেছে।

রেডিওটুডে নিউজ/এসআই/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের