
লাগাতার যুদ্ধের পরও স্বাভাবিক হয়নি রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি । বিগত কয়েকদিনে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে গণভোট চালিয়ে অঞ্চল গুলো অধিকৃত করেছে রাশিয়া। এবার ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘোষণাও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার এই ঘোষণাকে অবৈধ বলে আখ্যায়িত করেছে ইউরোপীয় কাউন্সিল। খবর বিবিসির।
ইউরোপীয় কাউন্সিল এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছে, রাশিয়ার ইউক্রেনের ভূখণ্ডের অধিগ্রহণকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই।
ইউরোপীয় কাউন্সিল আরও জানায়, রাশিয়া প্রকাশ্যে ইউক্রেনের স্বাধীনতার মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। আমারা কখনো এ অবৈধ দখলকে স্বীকৃতি দেবো না।
বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়, ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, পুতিনের এই পদক্ষেপের কারণে কোনো পরিবর্তন আসবে না। কারণ রাশিয়ান আক্রমণকারীদের দ্বারা অবৈধভাবে দখল করা সব অঞ্চল ইউক্রেনের ভূমি।
জানা যায়, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেছেন, ওই চার অঞ্চলের জনগণ তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ফলাফল সবারই খুব ভালোভাবে জানা।
আর এ