বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

২৫ এপ্রিল ২০২৪,

১২ বৈশাখ ১৪৩১

Radio Today News

উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৪, ৩১ মে ২০২৩

আপডেট: ০৯:৩৫, ৩১ মে ২০২৩

Google News
উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ

উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। দেশটির তৈরি ‘চল্লিমা-১’ নামের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের চেষ্টা করা হয় আজ বুধবার। এ সময় রকেটের ইঞ্জিন ও জ্বালানি সিস্টেমে সমস্যা দেখা দেওয়ায় এটি সাগরে বিধ্বস্ত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ মে থেকে ১১ জুনের মধ্যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সময় নির্ধারণ করেছিল উত্তর কোরিয়া। দেশটির রকেট উৎক্ষেপণের পরপরই জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের বাসিন্দাদের সতর্ক করে। পরে জাপান বাসিন্দাদের জানায়, তার ভূখণ্ডে আঘাত হানার কোনো আশঙ্কা নেই।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার এটি ষষ্ঠ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ প্রচেষ্টা ছিল। ২০১৬ সালে প্রথমবার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রচেষ্টা চালায় দেশটি। এতে সফল হলে এটাই হতো দেশটির প্রথম গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের