শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

শুক্রবার,

২৯ মার্চ ২০২৪,

১৪ চৈত্র ১৪৩০

Radio Today News

করোনার নতুন ভেরিয়েন্টের খোঁজ, উদ্বেগের কিছু নেই: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৯, ১৭ অক্টোবর ২০২১

Google News
করোনার নতুন ভেরিয়েন্টের খোঁজ, উদ্বেগের কিছু নেই: গবেষণা

ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে কোভিড-১৯ এর একটি নতুন ভেরিয়েন্টের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। বি.১.৬৩০ নামের এই ভেরিয়েন্টটি ব্যাটন রুজের দুটি নমুনায় পাওয়া গেছে। যদিও নতুন এই ভেরিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে বলছেন বিশেষজ্ঞরা। 

লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির হেলথের জিনোমিক্স অ্যান্ড সার্ভিল্যান্সের পরিচালক ক্রিস্তা কুইন বলেছেন, করোনার ভেরিয়েন্টগুলোর মধ্যে ডেল্টা ভেরিয়েন্ট অনেক বেশি উদ্বেগজনক। এতে আক্রান্তের হার ৯৯.৯ ভাগ। 

চলতি বছরের মার্চ মাসে আবিস্কৃত নতুন এই ভেরিয়েন্টটি নিয়ে এখনো গবেষণা চলছে। বিজ্ঞানী  ক্রিস্তা কুইন বলেন, গবেষকরা ভেরিয়েন্টগুলোর ক্রম অনুসারে এর প্রভাব সম্পর্কে জানার চেষ্টা করছেন। তবে আশ্বস্ত হওয়ার বিষয় এটিই যে তারা দেখেছেন নতুন এই ভেরিয়েন্ট থেকে রক্ষা পেতে মানুষের যথেষ্ট ক্ষমতা রয়েছে। নতুন এই ভেরিয়েন্টটি বর্তমানে গবেষকদের পর্যবেক্ষণে রয়েছে। 
 

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের