আমেরিকার ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন সে প্রশ্নে মিশিগান অঙ্গরাজ্যের প্রাইমারিতে খুব সহজেই জয় লাভ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে জয় পেলেও ব্যালটে অভিনব কায়দায় তিরস্কারও করা হয়েছে বাইডেনকে।
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলকে নির্লজ্জ সমর্থন জানানোয় আমেরিকার ভোটবাক্সে নতুন এ ‘বিরোধিতা’র সূচনা করলেন দেশটির আরব বংশোদ্ভূত নাগরিকরা। ডেমোক্র্যাট ভোটারদের অর্ধেক ভোট পড়েছে ‘আনকমিডেট’ বা ‘প্রতিশ্রুতিহীন’ ব্যালটে। ৫০ হাজার আনকমিটেড ভোট নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। এ সংখ্যা গত তিন নির্বাচনের প্রতিটিতে চূড়ান্ত মোট ভোটের দ্বিগুণেরও বেশি।
গবেষণা প্রতিষ্ঠান এডিসন রিসার্চ জানিয়েছে, বিক্ষোভের আয়োজকদের প্রত্যাশার চেয়েও অন্তত ১০ হাজার ভোট বেশি পড়েছে। ‘লিসেন টু মিশিগান’র বিক্ষোভকারীরা জানিয়েছেন, “আমাদের এই উদ্যোগ সফল হয়েছে। আমরা আশানরূপ সাড়া পেয়েছি। গাজায় শিশুসহ অসংখ্য মানুষের মৃত্যুর কারণে মুসলিম ও আরব-আমেরিকানদের সমর্থন হারাতে বসেছেন বাইডেন।”
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানের আরব বংশোদ্ভূতদের বেশিরভাগ বাইডেনকে ভোট দিয়েছিলেন। তবে এবার ইসরাইলকে সহায়তা করার জন্য বাইডেনের ওপর তারা ক্ষুব্ধ। তারা মনে করেন, গাজায় ইসরাইলের হামলায় হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যুর পেছনে বাইডেনের পৃষ্ঠপোষকতার বড় ভূমিকা রয়েছে।
ইসরাইল প্রসঙ্গে বাইডেনের নীতি পরিবর্তন, তেল আবিবকে অর্থ ও সমরাস্ত্র সহায়তা বন্ধ এবং গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বাইডেনকে চাপ দিতেই এ বিক্ষোভের আয়োজন করা করেছে। পর্যবেক্ষকরা বলছেন, আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে উল্লেখযোগ্য সংখ্যক ‘প্রতিশ্রুতিহীন’ ভোট বাইডেনের রাজনৈতিক জীবনে বিপদ-ঘণ্টা বাজিয়ে দিতে পারে।
রেডিওটুডে নিউজ/আনাম