
নেপালে ভারী বর্ষণের কারণে ভূমিধসে মহাসড়কে থাকা দুটি বাস নদীতে ভেসে গেছে। এ ঘটনায় অন্তত ৬৩ জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় রাজধানী কাঠমান্ডু থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে নারায়ণঘাট-মুগলিং মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
একটি বাস রাজধানী কাঠমান্ডু থেকে দক্ষিণ নেপালের রাউতাহাট জেলার গৌড়ের দিকে যাচ্ছিল এবং অন্যটি দক্ষিণ বীরগঞ্জ থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল।
জেলা কর্মকর্তা খিমানন্দ ভুসাল এএফপিকে জানিয়েছেন, চিতওয়ান জেলায় দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।
ভুসাল আরও জানান, বাস দুটিতে অন্ততপক্ষে ৬৬ জন যাত্রী ছিল। ত্রিশূলী নদীতে ভেসে যাওয়ার আগে বাস থেকে তিন যাত্রী বের হয়ে আসতে সক্ষম হন।
রেডিওটুডে নিউজ/আনাম