
উত্তর গাজার বেইত লাহিয়া শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বহু শিশুও রয়েছে। এ হামলায় আহত হয়েছেন বহু ফিলিস্তিনি। আজ মঙ্গলবার এ হামলা চালানো হয়। খবর আল জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বেইত লাহিয়া শহরের একটি বহুতল ভবনে ইসরায়েল বিমান হামলা চালায়। ওই ভবনে বাস্তুহারা ফিলিস্তিনি পরিবারগুলো আশ্রয় নিয়েছিল।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এখন পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রয়েছে। সেখানে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।