শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

০৭ ডিসেম্বর ২০২৪,

২৩ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

 পাকিস্তানে রেলওয়ে স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪ 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৩, ৯ নভেম্বর ২০২৪

Google News
 পাকিস্তানে রেলওয়ে স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪ 

পাকিস্তানের কোয়েটা রেলস্টেশনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। শনিবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩ জন। কোয়েটার সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মোহাম্মদ বালোচ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। খবর ডনের।

তিনি বলেন, ঘটনাটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’ বলে মনে হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।

এসএসপি বালোচ সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বিস্ফোরণের সময় একটি ট্রেন পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্ল্যাটফর্মে প্রস্তুতি নিচ্ছিল।

এদিকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ এক বিবৃতিতে বলেছেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করা হচ্ছে। বোম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের