সোমবার,

২৩ জুন ২০২৫,

৯ আষাঢ় ১৪৩২

সোমবার,

২৩ জুন ২০২৫,

৯ আষাঢ় ১৪৩২

Radio Today News

জনপ্রিয় থ্রিলার উপন্যাসের লেখক ফ্রেডরিক ফোরসাইথ মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫২, ১০ জুন ২০২৫

আপডেট: ১৯:৩৬, ১০ জুন ২০২৫

Google News
জনপ্রিয় থ্রিলার উপন্যাসের লেখক ফ্রেডরিক ফোরসাইথ মারা গেছেন

বিশ্বজুড়ে জনপ্রিয় থ্রিলার উপন্যাস ‘দ্য ডে অফ দ্য জ্যাকাল’-এর লেখক ফ্রেডরিক ফোরসাইথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) এক বিবৃতিতে লেখকের এজেন্ট জোনাথন লয়েড বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা থ্রিলার লেখকের বিদায়ে আমরা শোকাহত।’

প্রতিবেদনে বলা হয়েছে, ভক্তদের মধ্যে বরাবরই বিশ্বাস ছিল, থ্রিলার ঔপন্যাসিক ফোরসাইথ বাস্তব জীবনেও একজন গোয়েন্দা ছিলেন। যদিও বহু বছর ধরে তিনি তা অস্বীকার করে এসেছেন।

তবে, ২০১৫ সালে লেখক নিজেই তার আত্মজীবনী ‘দ্য আউটসাইডার: মাই লাইফ ইন ইনট্রিগ’-এ স্বীকার করেন, তিনি সত্যিই ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থা এমআই-সিক্স-এর হয়ে দীর্ঘ ২০ বছরের বেশি সময় গোপনে কাজ করেছেন।

বিশ্বজুড়ে তার বইয়ের বিক্রি ৭ কোটি ৫০ লাখ কপিরও বেশি।  ‘দ্য ডে অফ দ্য জ্যাকাল’, ‘দ্য ওডিসা ফাইল’, ‘দ্য ডগস অফ ওয়ার’ এর মতো আলোচিত উপন্যাসের রচয়িতা ফ্রেডরিক ফোরসাইথ ২৫টির বেশি বই লিখেছেন।

তার প্রকাশক বিল স্কট-কের বলেন, ‘এখনও লাখো পাঠক ফ্রেডির লেখা পড়েন। তার থ্রিলার উপন্যাসগুলোই এই ঘরানার মানদণ্ড হয়ে আছে। এখনও তিনি নবীন লেখকদের অনুপ্রেরণার উৎস। তিনি এমন এক অনন্য কীর্তি রেখে গেছেন, যা বহু বছর ধরে পাঠককে মুগ্ধ ও রোমাঞ্চিত করে যাবে।’

ফরাসি, জার্মান, স্প্যানিশ ও রুশ ভাষায অনর্গল কথা বলতে পারতেন ফ্রেডরিক। ছবি: সংগৃহীত

ফ্রেডরিক ফোরসাইথের জন্ম ১৯৩৮ সালে যুক্তরাজ্যের কেন্টে। ১৮ বছর বয়সে তিনি রয়্যাল এয়ার ফোর্সে (আরএএফ) যোগ দেন। পরে ১৯৬১ সালে রয়টার্সে যোগ দেন সাংবাদিক হিসেবে। এরপর ১৯৬৫-তে যোগ দেন বিবিসিতে কূটনৈতিক সংবাদদাতা হিসেবে।

তার বহু উপন্যাসের কাহিনি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। মহাবিশ্বে শুধু দুই ধরনের মানুষ আছে- শিকার এবং শিকারী। তার মধ্যে বেঁচে থাকে যে শক্তিশালী। ফ্রেডরিক ফোরসাইথের উপন্যাসে বারবার এই ভাবনা ফিরে আসে। উপন্যাস রচনায় জন্য তিনি ব্যাপক গবেষণা করতেন। তথ্য খুঁজে বের করতে তিনি গোয়েন্দাদের মতো গভীর অনুসন্ধানে নেমে পড়তেন।

বেকার থাকা অবস্থায় লেখা তার প্রথম উপন্যাস ‘দ্য ডে অফ দ্য জ্যাকাল’ দিয়েই তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। পরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তখন আমি একেবারে নিঃস্ব। ধার দেনায় জর্জরিত, মাথা গোঁজার ঠাঁই নেই, গাড়ি নেই, কিছুই নেই। ভাবছিলাম কীভাবে এই পরিস্থিতি থেকে বের হবো? তখন মাথায় এলো সবচেয়ে পাগলাটে ধারণাটা, একটা উপন্যাস লিখে ফেলি।’

উপন্যাসটি ১৯৬৩ সালের প্রেক্ষাপটে রচিত, যেখানে এক ইংরেজ ভাড়াটে খুনিকে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট শার্ল দ্য গলকে হত্যা করার জন্য নিয়োগ দেওয়া হয়। মজার ব্যাপার হলো, ফ্রেডারিকের এই বইকে বলা হয় ‘গুপ্তহত্যাকারীদের জন্যে অবশ্য পাঠ্য এক পাঠ্য বই’!

‘দ্য ডে অফ দ্য জ্যাকাল’ উপন্যাসটির কাহিনী নিয়ে ১৯৭৩ সালে একটি চলচ্চিত্র নির্মিত হয়। সিনেমায় জ্যাকাল চরিত্রে অভিনয় করেন এডওয়ার্ড ফক্স। ২০২৪ সালে এটি টেলিভিশনের জন্য নতুনভাবে নির্মিত হয়। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এডি রেডমেইন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের