সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বিশাল অংশজুড়ে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আবহাওয়া সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অস্থিতিশীল আবহাওয়ার কারণে তীব্র বর্ষণ, বজ্রঝড় ও হঠাৎ বন্যার ঝুঁকি রয়েছে, তাই বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এই আবহাওয়া-ব্যবস্থা মক্কা, জেদ্দা, মদিনা, তাবুক, আল-জৌফ, নর্দান বর্ডারস, হাইল, কাসিম, রিয়াদ, ইস্টার্ন প্রভিন্স, আল-বাহা, আসির ও জাজানসহ বিস্তৃত অঞ্চলে প্রভাব ফেলবে।
আবহাওয়া কর্তৃপক্ষ জনসাধারণকে সরকারি চ্যানেলের আপডেট অনুসরণ করতে, হঠাৎ বন্যাপ্রবণ উপত্যকা ও জলাধার এড়িয়ে চলতে এবং বিশেষ করে ভারি বৃষ্টি ও কম দৃশ্যমানতার সময় সতর্কভাবে গাড়ি চালাতে পরামর্শ দিয়েছে।
উপকূলীয় ও পার্বত্য এলাকার মানুষকে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
কেন্দ্র জানিয়েছে, বহুদিনব্যাপী এই আবহাওয়া-ঘটনার তীব্রতা অঞ্চলভেদে ভিন্ন হতে পারে, তবে কিছু এলাকায় মুষলধারে বৃষ্টি, পানি জমে থাকা এবং সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে।
কর্তৃপক্ষ বলেছে, সব সংশ্লিষ্ট দপ্তর জরুরি প্রতিক্রিয়ার জন্য সতর্ক অবস্থায় রয়েছে এবং জনগণকে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকারি নির্দেশনা মানার আহ্বান জানিয়েছে।
এর আগে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রাজ্যের সব নাগরিক ও প্রবাসীকে বৃহস্পতিবার সালাতুল ইস্তিসকা (বৃষ্টির জন্য নামাজ) আদায়ের আহ্বান জানিয়েছেন।
শুষ্ক আবহাওয়ার মধ্যে আল্লাহর রহমত ও বৃষ্টি কামনা করে সম্মিলিতভাবে প্রার্থনা করার এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, বাদশাহর নির্দেশে দেশের সর্বত্র জনগণকে এই নামাজে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।
রাজকীয় নির্দেশ জারির পর, সিনিয়র আলেম শাইখ সালেহ আল-ফাওযান জনসাধারণকে আগামী বৃহস্পতিবার, ১৩ নভেম্বর সালাতুল ইস্তিসকায় অংশগ্রহণের আহ্বান জানান।
সূত্র : গালফ নিউজ
রেডিওটুডে নিউজ/আনাম

