বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

বৃহস্পতিবার,

১৮ এপ্রিল ২০২৪,

৫ বৈশাখ ১৪৩১

Radio Today News

১১৯ গুমের অভিযোগ এসেছে ১১ বছরে: মানবধিকার কমিশন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০২:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২২

Google News
১১৯ গুমের অভিযোগ এসেছে ১১ বছরে: মানবধিকার কমিশন

১১ বছরে ১১৯টি গুমের অভিযোগ এসেছে বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। ২০১২ থেকে এখন পর্যন্ত এই অভিযোগগুলো এসেছে বলে জানা গেছে।

বৃহস্প‌তিবার (২২ সে‌প্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক মত‌বি‌নিময় সভায় তিনি এ তথ্য জানান।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ১১৯টি গুমের অভিযোগের মধ্যে ফেরত এসেছে ২৮ জন এবং ৩৩ জন গ্রেপ্তার হয়েছে। অভিযোগগুলোর মধ্যে ৬২টি সরাসরি কমিশনে করা হয়েছে। ৪৮টি বিভিন্ন সংগঠন এবং ৯টি অভিযোগ আর গণমাধ্যমে দেখে নেওয়া হয়েছে।

এ সময় গুম ও নিখোঁজদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খ‌তি‌য়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান নাছিমা বেগম।

এমএমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের