
রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে রড পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ওই কিশোরের নাম পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ১২ বছর। পরনে ছিল কালো রঙের প্যান্ট ও ফুলহাতা সবুজ গেঞ্জি।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দুপুর ১২টার দিকে বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কাজ চলার সময় ওপর থেকে একটি রড পড়ে নিচ দিয়ে হেঁটে যাওয়া ওই কিশোরের মাথায় ঢুকে যায়।
আবদুল কাদের ইমন নামের এক পথচারী ওই শিশুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি বনানী থানাকে জানানো হয়েছে। এখন পর্যন্ত ওই কিশোরের নাম পরিচয় পাওয়া যায়নি।
শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম