শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:০১, ৩০ মে ২০২৩

Google News
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. ইসমাইল মোল্লা (৫৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) ভোরে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন বলে জানান, কারারক্ষী শাহীন আলম। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী শাহীন আলম জানান, কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন ইসমাইল মোল্লা। তার বিষয়ে এর বেশি কিছু আমার জানা নেই। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের