বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

বুধবার,

২৪ এপ্রিল ২০২৪,

১১ বৈশাখ ১৪৩১

Radio Today News

রাজনৈতিক দল জঙ্গিদের সাথে সংশ্লিষ্টতা পেলে আইনানুগ ব্যবস্থা: র‍্যাব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৫, ৬ জুন ২০২৩

আপডেট: ১৪:১৬, ৬ জুন ২০২৩

Google News
রাজনৈতিক দল জঙ্গিদের সাথে সংশ্লিষ্টতা পেলে আইনানুগ ব্যবস্থা: র‍্যাব

আগামী নির্বাচনকে ঘিরে কোনো রাজনৈতিক দল জঙ্গিদের উদ্বুদ্ধ কিংবা জঙ্গিদের সাথে সংশ্লিষ্টতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন।  

মঙ্গলবার (৬ জুন) দুপুরে কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, সোমবার গাজীপুর থেকে টাঙ্গাইলের মধুপুর আত্মগোপনে যাওয়ার সময় নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার অর্থ শাখার প্রধান রাকিব সহ্য তিনজন গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, এসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।তবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাদের কোনো নাশকতার পরিকল্পনার খবর এখনও পায়নি র‍্যাব।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, পাহাড়ে অভিযানের ফলে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া জঙ্গিরা মধুপুরের জঙ্গলে আস্তানা করার পরিকল্পনা করছিল। ইউরোপের একটি দেশ থেকে প্রচুর পরিমাণ অর্থ সহায়তা এসেছে এই জঙ্গি সংগঠনের জন্য। সংগঠনের আমিরকে গ্রেপ্তার করতে পারলে অর্থদাতাদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের