শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

শনিবার,

২৭ জুলাই ২০২৪,

১২ শ্রাবণ ১৪৩১

Radio Today News

ড. ইউনূসের বিরুদ্ধে এবার রংপুরে মামলা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৮, ১৯ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১৯:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০২৩

Google News
ড. ইউনূসের বিরুদ্ধে এবার রংপুরে মামলা

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার রংপুরের শ্রম আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের সিনিয়র খামার ব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত) মো. ফারুকুল ইসলাম বাদী হয়ে ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী শামিম আল মামুন জানান, ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে মজুরি, গ্রাচ্যুইটি ও অর্জিত ছুটির অর্থ বাবদ বাদীর ৯ লাখ ৭৫ হাজার ১২৫ টাকা পাওনা রয়েছে। এই অর্থ প্রদান না করা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, মামলার বাদীকে তার পাওনা টাকা না প্রদান করে বরং বিভিন্ন সময় তাকে চাপ প্রয়োগ করে অবসর নিতে বাধ্য করেন ড. ইউনূস এবং গ্রামীণ কৃষি ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

মামলার মাধ্যমে পাওনা টাকাসহ ক্ষতিপূরণ দাবি করেছেন বাদী ফারুকুল ইসলাম।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের