শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

শুক্রবার,

০৯ মে ২০২৫,

২৬ বৈশাখ ১৪৩২

Radio Today News

চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলায় ১৬ কিশোরের সাজা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২৩

Google News
চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলায় ১৬ কিশোরের সাজা

বরগুনার চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক ১৯ অভিযুক্তের মধ্যে ১২ জনের ১০ বছর করে আটকাদেশ এবং ৪ জনের ৭ বছর করে আটকাদেশ প্রদান করা হয়েছে। এছাড়া ৩ অভিযুক্তকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মশিউর রহমান খান এ রায় দেন। আসামিরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের আদেশ দিয়েছেন বিচারক।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ এবং অন্যদিকে অসন্তোষ প্রকাশ করেছেন উচ্চ আদালতে আপিল করার কথা বলেছেন আসামিপক্ষ। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন দণ্ডিতদের স্বজনরা।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৫ মে ঈদুল ফিতরের দিন বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গুলবুনিয়া এলাকার পায়রা নদীর তীরে বেড়াতে যান এসএসসি পরীক্ষার রেজাল্টপ্রত্যাশী হৃদয়। এসময় পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা একত্রিত হয়ে দেশীয় অস্ত্রসহ লাঠি দিয়ে হামলা চালিয়ে হৃদয়কে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ মে বিকেলে মারা যায় হৃদয়। এ ঘটনায় ওইদিন রাতে ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪-১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন হৃদয়ের মা ফিরোজা বেগম।

এ ঘটনায় ওই বছরের ১৬ নভেম্বর ৯ জন প্রাপ্তবয়স্ক ও ১৯ জন অপ্রাপ্তবয়স্ককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বরগুনা সদর থানার পরিদর্শক শরজিৎ কুমার ঘোষ। এ মামলার প্রাপ্তবয়স্ক ৯ অভিযুক্তের বিচার কাজ এখনও চলমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের