মঙ্গলবার,

১২ আগস্ট ২০২৫,

২৮ শ্রাবণ ১৪৩২

মঙ্গলবার,

১২ আগস্ট ২০২৫,

২৮ শ্রাবণ ১৪৩২

Radio Today News

সেনাবাহিনীর অভিযান: ১১ শতাধিক সামুরাই চাপাতি উদ্ধার, গ্রেপ্তার ৯

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৪, ১০ আগস্ট ২০২৫

Google News
সেনাবাহিনীর অভিযান: ১১ শতাধিক সামুরাই চাপাতি উদ্ধার, গ্রেপ্তার ৯

রাজধানীর নিউমার্কেটের তিনটি দোকান থেকে ১১ শতাধিক সামুরাই-চাপাতি ও বিভিন্ন ধরনের দেশি ধারালো অস্ত্র উদ্ধারসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার নিউমার্কেটের নিচতলার তিনটি দোকানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম।

তিনি বলেন, সামুরাই, চাপাতি ও বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র দিয়ে কিশোর গ্যাং ও সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলাবহির্ভূত কার্যক্রম পরিচালনা করে। নিউমার্কেটে এসব দেশি অস্ত্রের বিক্রয়কেন্দ্র ও গুদামের সন্ধান পাওয়া গেছে।

সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত এক হাজার ১০০ অস্ত্র গোনা হয়েছে। আরো কিছু অস্ত্র রয়েছে, সেগুলো গোনার পর নির্দিষ্ট সংখ্যা বলা যাবে। গ্রেপ্তার ব্যক্তিরা গত তিন-চার মাস ধরে এ ধরনের অস্ত্রের মজুদ করে আসছিল।

সেনাবাহিনী জানায়, সম্প্রতি রাজধানীতে ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের শোডাউনে এসব দেশি অস্ত্রের ব্যবহার দেখা যাচ্ছিল। সেনাবাহিনী গোয়েন্দা সূত্রে গ্রেপ্তার অপরাধীসহ এসব অস্ত্রের সন্ধান পায়। নিউমার্কেটে কিছু দোকানে রান্নাঘরের সামগ্রীর আড়ালে গোপনে এসব ধারালো অস্ত্র বিক্রি করা হতো। আবার হোম ডেলিভারি ও ভাড়ায় পাওয়া যেত এসব অস্ত্র।

গ্রেপ্তার ৯ জন এসব অস্ত্র অপরাধী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছে বিক্রির কথা স্বীকার করেছে। তবে তারা সরাসরি এসব অস্ত্র ব্যবহার করে কোনো অপরাধ কার্যক্রমে জড়িত থাকার তথ্য পাননি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

গ্রেপ্তার ব্যক্তিদের ডিবি পুলিশে হস্তান্তর করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হবে এবং তদন্তে বিস্তারিত জানা যাবে। এ ছাড়া এসব অস্ত্র আমদানি করা, নাকি দেশে তৈরি—তদন্তে বিস্তারিত জানা যাবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের