
আধুনিক জীবনযাপনে পোশাকের স্বাচ্ছন্দ্য যেন নিজের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। তরুন তরুনীদের পছন্দের শীর্ষে টিশার্ট ,নিজস্ব ডিজাইন সর্বোপরি ফ্যাশনের এই দিকটাতে নজর দিয়েছে দেশের অন্যতম সেরা টিশার্ট ব্রান্ড " Tshirt Market " ।
Tshirt Market কাস্টম টি-শার্ট ডিজাইন, কর্পোরেট টি শার্ট , জার্সি , পোলো টি-শার্ট, হুডিসহ যে কোন প্রোগ্রামের টিশার্ট নিয়ে কাজ করছে । আর বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে নতুন রঙে সাজাতে নিজেদের মত করে নিজের ডিজাইনে যে কেউ করে নিতে পারবেন ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি , পর্তুগাল এবং ফ্রান্স ফুটবল টিমের জার্সি কিংবা হুডি!
এছাড়াও প্রতিদিন থাকছে Tshirt Market এর সৌজন্যে জনপ্রিয় এফ এম রেডিও টুডে এর ফেইসবুক পেইজ এ কুইজ কন্টেস্ট। অংশগ্রহন করে আপনিও হতে পারেন বিজয়ীদের একজন, জিতে নিতে পারেন একটি প্রিয় দলের জার্সি।
" Tshirt Market ". এর টি-শার্ট গুলো হাতে পেতে গ্রাহকদের খুব বেশি কষ্ট করতে হবে না। তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকরা অর্ডার করতে পারবেন তাদের প্রিয় দলের টি-শার্ট বা হুডি । এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন 01641-349171
রেডিওটুডে নিউজ/ইআ